**সুনামগঞ্জ সরকারি কলেজ এর ভর্তি প্রক্রিয়ায় স্বাগতম!**

 স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ বা কম্পিউটার থেকে কলেজের ভর্তি ফরমটি পূরণ করা যাবে।

(**দোকান থেকে বা অন্য কারো মাধ্যমে পুরণকৃত ফরমে ভুলের দায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকেই নিতে হবে। সেক্ষেত্রে তার ভর্তি স্থগিত রাখা হতে পারে। তাই সঠিকভাবে ফরম পূরণ করা হয়েছে কিনা ভালো ভাবে যাচাই করে নিন।**)

ভর্তির সময়সীমা:

ছাত্রী:

০৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে

০৯ সেপ্টেম্বর ২০২৫

সকাল ১০.০০  টা  - বেলা ২.০০ টা পর্যন্ত
   
ছাত্র:

10 সেপ্টেম্বর ২০২৫ থেকে

11 সেপ্টেম্বর ২০২৫

সকাল ১০.০০  টা  - বেলা ২.০০ টা পর্যন্ত

 

ভর্তি কার্যক্রমের ধাপসমূহ:

(১) ফি জমাদান

(২) ফরম পূরণ

(৩) কাগজপত্র জমাদান

 

ভর্তি সংক্রান্ত নির্দেশনা মনোযোগ সহ পড়ুন। স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ বা কম্পিউটার থেকে কলেজের ভর্তি ফরমটি পূরণ করা যাবে।

  • এই ভর্তি ফরমটি পূরণের পূর্বে করনীয়:
  1. ভর্তি ফি প্রদান
  2. সঠিকভাবে তোলা ছবির সফট কপি সাথে রাখা

    1. ভর্তি ফি প্রদান: Sonali Bank Payment System এর মাধ্যমে ভর্তি ফি প্রদান করতে হবে। ভর্তি ফি প্রদানের ট্রান্জেকসন আইডি স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে ভর্তি ফরমটি আসবে।

ফি প্রদান পদ্ধতি: 'Sonali eSheba' App এর মাধ্যমে অথবা billpay.sonali bank.com.bd   লিংকে গিয়ে Search option  থেকে Sunamganj Govt. College > Admission Fee  থেকে St. Year (1st Year), Session (2025-26) ও SSC Roll এর ফিল্ড পূরণ করে সার্চ করলে প্রযোজ্য ফি এর পরিমাণ দেখাবে। মোবাইল নম্বরের ঘরে একটি সচল নাম্বার লিখতে হবে। এরপর টাকা পেমেন্ট অপশন একটিভ হবে। সোনালী ব্যাংক একাউন্ট ট্রান্সফার অথবা নগদ / বিকাশ / রকেট এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।  ফি পরিশোধের পর ট্রান্জেকসন আইডি (Trx. ID) সহ ফি প্রদানের স্লিপ পাওয়া যাবে। এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।

ভর্তি, সেশন ও অন্যান্য ফি সংক্রান্ত তথ্য:

  বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা
ছাত্র ৩৪২০/- ৩১৬০/- ৩১৬০/-
ছাত্রী ৩১৮০/- ২৯২০/- ২৯২০/-

পাঠ বিরতি ফিঃ ২০২৩ বা ২০২৪ সালের এস এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৫০/- (একশত পঞ্চাশ টাকা মাত্র) পাঠ বিরতি ফি হিসাবে ভর্তি ফিসের সাথে অতিরিক্ত জমা দিতে হবে।

  1. ছবি সংক্রান্ত নির্দেশনা: শিক্ষার্থীর সামনে থেকে তোলা, কাঁধ ও মুখমন্ডল স্পষ্ট, এক রঙের ব্যাকগ্রাউন্ড সহ ও ফরমাল পাসপোর্ট সাইজের ছবির সফট কপি সাথে রাখতে হবে। ছবির সাইজ হবে: উচ্চতা- ৬০০ পিক্সেল ও পাশ- ৪৮০ পিক্সেল।
    ** শিক্ষাথীর এই ছবি রেজিস্ট্রেসন কার্ডে থাকবে। দুই বছর পর এই ছবি দেখিয়েই এইচএসসি পরীক্ষা দিতে হবে। তাই অবশ্যই সাম্প্রতিক ছবি ব্যবহার করতে হবে। **

নমুণা ছবি:

পুরাতন ছবি থেকে ছবি, সেলফি, চোখে রোদ চশমা লাগানো, বাঁকা ভাবে তোলা, সামাজিক অনুষ্ঠানে তোলা, ব্যাকগ্রাউন্ডে অন্যান্য বস্তু আছে এমন ছবি দিলে ভর্তি নিশ্চায়ন করা হবে না।

 

  • ভর্তি ফরম পূরণ:
  1. কলেজ ওয়েবসাইটের Apply Now বাটনে ক্লিক করে প্রাপ্ত ভর্তি ফরমের ১ম ধাপে যে তথ্য সমূহ দিতে হবে-

    (i) Application Roll Number * এর ঘরে এস এস সি রোল নম্বর 

    (ii) এস এস সি পাশের বোর্ড সিলেক্ট করতে হবে

    (iii) এস এস সি পাশের সাল সিলেক্ট করতে হবে

    (iv) Transaction ID ঘরে ফি পরিশোধের পর প্রাপ্ত Trx. ID দিদে হবে

    (v) মোবাইল নম্বরের ঘরে একটি সচল মোবাইল নম্বর সঠিকভাবেে এন্ট্রি দিতে হবে। মোবাইল নম্বরটি শিক্ষার্থীর সাথে কলেজের যোগাযোগের মাধ্যম হবে। পাসওয়ার্ড রিসেটসহ  অন্যান্য সিকিউরিটি মেসেজ এই নম্বরে পাঠানো হবে। এজন্য মোবাইল নম্বরটি অবশ্যই শিক্ষার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে।

    (vi) শিক্ষার্থী নিজে একটি পাসওয়ার্ড দিবে ও সংরক্ষণ করবে। পাসওয়ার্ডটি বিষয় নির্বাচনের জন্য কলেজ ওয়েবসাইটে লগইনের জন্য ব্যবহার করতে হবে। লগইন করার পর পাসওয়ার্ড চাইলে পরিবর্তন করা যাবে।

    (vii) চেক বক্স-এ টিক প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

  2. এ পর্যায়ে দ্বিতীয় ধাপে যত্নের সাথে প্রতিটি তথ্য নির্ভুল ভাবে পূরণ করতে হবে। * চিহ্নিত ক্ষেত্রগুলি অবশ্যই পূরণ করতে হবে। ছবি আপলোডের সময় নির্দেশনা মেনে যথাযথ ছবি আপলোড করতে হবে। কোন তথ্য ভুল বা অসত্য হলে কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। তথ্যগুলো ভালোভাবে যাচাই করে নিশ্চিত হয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ভুল তথ্য ও ভুল ছবির জন্য শিক্ষার্থী দায়ী থাকবে। (**দোকান থেকে বা অন্য কারো মাধ্যমে পুরণকৃত ফরমে ভুলের দায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকেরই নিতে হবে। সেক্ষেত্রে তার ভর্তি স্থগিত রাখা হবে। তাই সঠিকভাবে ফরম পূরণ করা হয়েছে কিনা ভালো ভাবে যাচাই করে নিন।**)
  3. ফাইনাল সবমিট করার পর একটি পিডিএফ ফাইল জেনারেট হবে। এটি শিক্ষার্থীর পূরণকৃত ভর্তি ফরম। এটি সংরক্ষণ করতে হবে ও প্রিন্ট নিতে হবে।  অন্যান্য কাগজপত্রের সাথে এই পূরণকৃত ভর্তি ফরমটি কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। 
    ** ডাউনলোডকৃত ভর্তি ফরমে উল্লিখিত Allocated Roll Number ই শিক্ষার্থীর কলেজ রোল নম্বর। **
  • ভর্তির জন্য যে সকল কাগজ কলেজে জমা দিতে হবে:
  1. পূরণকৃত ভর্তি ফরম ০৩ (তিন) কপি কলেজে জমা দিতে হবে।
  2. Sonali Bank Payment System এর মাধ্যমে ভর্তি ফি পরিশোধের স্লিপ ০১ (এক) কপি কলেজে জমা দিতে হবে।
  3. এসএসসি বা সমমান পরীক্ষা পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট মূল কপি ও ০৫ কপি ফটোকপি।
    এসএসসি বা সমমান পরীক্ষা পাশের
    একাডেমিক ট্রান্সক্রিপ্ট মূল কপি কলেজে জমা দিতে হবে, যা পরবর্তীতে বোর্ডে চলে যাবে।
    মূল ট্রান্সক্রিপ্ট দুই বছরের মধ্যে ফেরত পাওয়া যায় না বিধায় কমপক্ষে আরও ০৫ (পাঁচ) কপি ফটোকপি বাসায় রাখার জন্য পরামর্শ দেয়া গেল।

    ** একাডেমিক ট্রান্সক্রিপ্ট মূল কপি ভর্তির সময় জমা দিতে না পারলে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর অনলাইন কপি ও এসএসসি বা সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেসন কার্ড ও প্রবেশ পত্র জমা দিয়ে জমা দিয়ে সাময়িকভাবে ভর্তি হওয়া যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিয়ে মূল রেজিস্ট্রেসন কার্ড ও প্রবেশ পত্র ফেরত নিতে হবে। পরবর্তীতে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে।
  4. সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রশংসা পত্র মূল কপি কলেজে জমা দিতে হবে। এটিকেও কমপক্ষে ০৫ (পাঁচ) কপি ফটোকপি করে বাসায় রাখার জন্য পরামর্শ দেয়া গেল।
  5. জন্ম নিবন্ধন সনদের (অনলাইন- বাংলা ও ইংরেজি) ফটোকপি ০১ (এক) কপি কলেজে জমা দিতে হবে।
  6. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ০২ (দুই) কপি জমা দিতে হবে। ছবির পিছনে কলেজ রোল নম্বর (ভর্তি ফরমে উল্লিখিত Allocated Roll Number) লিখতে হবে। ছবি সামনে থেকে তোলা, কাঁধ ও মুখমন্ডল স্পষ্ট, এক রঙের ব্যাকগ্রাউন্ড সহ ও ফরমাল পাসপোর্ট সাইজের ছবি হতে হবে। পুরাতন ছবি থেকে ছবি, সেলফি, চোখে রোদ চশমা লাগানো, বাঁকা ভাবে তোলা, সামাজিক অনুষ্ঠানে তোলা, ব্যাকগ্রাউন্ডে অন্যান্য বস্তু আছে এমন ছবি দিলে ভর্তি নিশ্চায়ন করা হবে না।
  • ভর্তি ফরম ও অন্যান্য কাগজপত্র জমাদানের স্থান:
    রসায়ন বিভাগ
  • একাউন্টে লগইন ও বিষয় নির্বাচন:
  1. একাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর কলেজ ওয়েবসাইটে একাউন্টে লগইন করতে হবে। লগইন করার জন্য user ID হিসেবে কলেজ রোল নম্বর এবং পাসওয়ার্ড (ভর্তির সময় শিক্ষার্থী প্রদত্ত) ব্যবহার করতে হবে। কলেজের সাথে সম্পর্কিত বিভিন্ন অনলাইন সুবিধা একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে।
  2. শিক্ষার্থীকে নিজের একাউন্টে লগইন করে বিষয় নির্বাচন করতে হবে।  

উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বিভাগ ভিত্তিক বিষয়সমূহ: 

বিভাগ আবশ্যিক বিষয়সমূহ নৈর্বাচনিক বিষয়সমূহ ঐচ্ছিক বিষয়সমূহ 
মানবিক বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩টি) ইতিহাস, অর্থনীতি, ‍যুক্তিবিদ্যা, পৌরনীতি ও সুশাসন (৩টি) অর্থনীতি অথবা যুক্তিবিদ্যা অথবা পৌরনীতি ও সুশাসন (১টি)
বিজ্ঞান বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩টি) পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত (৩টি) জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত (১টি)
ব্যবসায় শিক্ষা বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩টি) হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যাবস্থাপনা, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা  (৩টি) অর্থনীতি (১টি)

বিষয় নির্বাচনের সময়সীমা: ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত।
 

  • ক্লাস শুরু:

ক্লাস শুরুর তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.

ক্লাস শুরুর সময়: সকাল ১০.০০ মিনিট

একাদশ শ্রেণিকক্ষসমূহ:

বিজ্ঞান কক্ষ-০৬ (টিনসেড ভবন)
মানবিক কক্ষ-০৪ (টিনসেড ভবন)
ব্যবসায় শিক্ষা কক্ষ-০৮ (টিনসেড ভবন)

 

ধন্যবাদ ।

একাদশ শ্রেণি (শিক্ষাবর্ষ-২৫-২৬) ভর্তি

+88

Please use this password and college roll number to login