Physics

About Physics Department

সুনামগঞ্জ সরকারি কলেজ এর পদার্থবিজ্ঞান বিভাগ, কলেজের সুচনা লগ্ন থেকেই বিদ্যমান। বর্তমানে উচ্চমাধ্যমিক শ্রেণির পাশাপাশি গণিত নন-মেজর ও ডিগ্রি (পাস) পর্যায়ের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান বিষয়ে থিওরী ও প্র্যাক্টিক্যাল শিখন পরিচালনা করে। পুরানো কাঠামো পরিবর্তন করে ২০১৮-১৯ সালে এই বিভাগের ল্যাবরেটরী নতুন ভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজে ও আনন্দের সাথে হাতে-কলমে শিখতে পারে। নতুন ধরনের হোয়াইট বোর্ড স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের শিখন চাহিদার তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে শিখন কার্যক্রম পরিচালনার উদ্দ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য সেমিনার সুবিধা গড়ে তোলা হয়েছে যাতে তারা নিজে নিজে শেখার দক্ষতা অর্জন করতে পারে।

কর্মরত শিক্ষকদের আধুনিক শিক্ষণ-শিখন প্রযুক্তির সুযোগ সৃষ্টির জন্য কর্মকান্ড যেমন কর্মকালিন প্রশিক্ষণ, অংশগ্রহনমূলক শিখন পরিবেশ, ধারাবাহিক মূল্যায়ন ইত্যাদি বিষয়ে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চতর গবেষণায় উৎসাহী করে তোলার জন্য বিভাগের পক্ষ হতে গবেষণা ও উপস্থাপনা বিষয়ক ধারাবাহিক কর্মশালা পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে।

সুনামগঞ্জ সরকারি কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স খোলার আবেদন বর্তমানে মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। আর বিভাগীয় তথা কলেজ পর্যায়ে প্রস্তুতি চলছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষণ-শিখন পরিবেশ নিশ্চিত করার।