Our Vision, Mission and Goal

কলেজ ভিশন:

শিক্ষা বাংলাদেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সমতা ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়ায় বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে হাওর বেষ্টিত ভাটি অঞ্চলের বিপুল সংখ্যক জনগোষ্ঠী শিক্ষা বঞ্চিত, উচ্চ শিক্ষার সুযোগ এখানে সীমিত। সুনামগঞ্জ সরকারি কলেজ উচ্চ শিক্ষার একটি আদর্শ ও আকর্ষণীয় কেন্দ্রে পরিণত হতে চায়। এই প্রতিষ্ঠানে শিক্ষার এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ সৃষ্টি হবে যাতে করে এই অঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে ও শিক্ষা প্রতিষ্ঠানে আগমনে আগ্রহী হবে। ফলে এক দিকে যেমন শিক্ষার অধিকার নিশ্চিত হবে, অন্যদিকে ব্যক্তিত্বের বিকাশের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং উৎপাদনক্ষম সদস্যে পরিণত হবে।


কলেজ মিশন:

শিক্ষার সুযোগ ও পরিবেশ নিশ্চিত করণ, শিক্ষার্থীদের যথার্থ জ্ঞান অর্জন ও দক্ষ মানব সম্পদে রূপান্তর, জীবন যাত্রার মানোন্নয়ন এবং উচ্চ শিক্ষার দিগন্ত উন্মোচন করতে আমাদের উদ্দেশ্য :

  • দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয়, আকর্ষণীয় এবং উন্নত মানের শিক্ষার সুযোগ-সুবিধা সৃষ্টি করা।
  • সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানস গঠন করা।
    তথ্য প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত করে শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তোলা।
  • সুদক্ষ বিশ্লেষণী ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করা।
    বিশ্বব্যাপী সামাজিক ন্যায় বিচার এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করা।

আমাদের লক্ষ্য:

  • আগামী প্রজন্ম হবে আত্মনির্ভরশীল, সুশিক্ষিত এবং কর্মদ্যোগী যারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে।
  • শিক্ষার্থীদের গৌরবোজ্জল অর্জন সুনামগঞ্জ সরকারি কলেজ কে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে।