Go Back

Date : 23/11/2024

২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির মূল্যায়ন-০১ সময়সূচী

দ্বাদশ শ্রেণির মূল্যায়ন-০১ সময়সূচী 

২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন-০১ (প্রাক-নির্বাচনি) পরীক্ষা আগামী ২৬/১১/২০২৪ তারিখ হতে অনুষ্ঠিত হবে। 

সমগ্র মূল্যায়ন প্রক্রিয়া ০৩ টি ধাপে সম্পন্ন হবে।

প্রথমধাপ-০১ঃ MCQ পরীক্ষা,  সময়সূচীঃ ছক-০১ দ্রষ্টব্য, অনলাইন, নম্বর- ৫০% 

২য়ধাপঃ এসাইনমেন্ট তৈরি ও আপলোড করা। সময়সূচীঃ ছক-০১ দ্রষ্টব্য, অনলাইন, নম্বর-৩৫% 

৩য় ধাপঃ বিষয়ভিত্তিক মৌখিক পরীক্ষা, সরাসরি কলেজ ক্যাম্পাসে, নম্বর-১৫%

গ্রুপ নং ছক-০২ এর মাধ্যমে নির্ধারিত করা আছে।  

পরীক্ষার্থীদের কলেজ ওয়েবসাইটে নিজ নিজ একাউন্টে লগইন করে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অনলাইন পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংযুক্ত ভিডিওটির সহায়তা নেয়া যেতে পারে।  

  • বিস্তারিত তথ্য “পরীক্ষার্থীদের জন্য নিয়মাবলী ও পরামর্শ” অংশে বর্ণনা করা আছে। 

বিঃ দ্রঃ যেসকল শিক্ষার্থীর পক্ষে কোন উপায়েই ইন্টারনেট বা ওয়েবসাইট এক্সসেস করা সম্ভব নয় তাদের নিজের হাতে লিখা আবেদনপত্র আগামী ২৪/১১/২০২৪ তারিখ সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আবেদনকারী শিক্ষার্থীদের জন্য কলেজ ক্যাম্পাসে কক্ষ প্রত্যবেক্ষক শিক্ষকের তত্বাবধানে অনলাইন পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে।

পরীক্ষার্থীদের জন্য নিয়মাবলী ও পরামর্শ

১। নিজের অথবা অন্য যেকোন মোবাইল ব্যবহার করে অথবা ইন্টারনেট সংযুক্ত যেকোন কম্পিউটার বা ট্যাব ব্যবহার করে কলেজ সাইটে (sugc.edu.bd)  নিজের একাউন্টে লগইন করে পরীক্ষা ও এসাইনমেন্ট সাবমিট করতে হবে। 

ক) শিক্ষার্থীদের লগইন আইডি - শিক্ষার্থীর কলেজ রোল নম্বর। আর পাসয়ার্ড - তার নিজের দেয়া পাসওয়ার্ড। 

খ) লগইন সংক্রান্ত সমস্যা ২৫ তারিখের মধ্যে সমাধান করে নেয়ার জন্য বলা হচ্ছে। এবিষয়ে শিক্ষকদের পরামর্শ ও সহযোগিতা চাওয়া যেতে পারে। 

২। পরীক্ষা চলাকালে মোবাইল ফোনের ক্ষেত্রে যথেষ্ট ডাটা আছি কিনা তা নিশ্চিত হতে হবে এবং ঐ সময় কোন ভয়েস কল না আসে তা আগে থেকে নিশ্চিত করে নিতে হবে।  ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হলে পরীক্ষায় বিশেষত এমসিকিউ অংশে সমস্যা হতে পারে। 

৩। নির্দিষ্ট সময়ের আগে বা পরে পরীক্ষা ও এসাইনমেন্ট জমা দেয়ার সুবিধা স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ থাকবে।  

৪। এসাইনমেন্ট 

ক) A4 সাইজের পৃষ্ঠায় যথাযথ মার্জিন রেখে ( বামে- ১ ইঞ্চি, ডানে- ০.৫ ইঞ্চি, উপরে- ১.৫ ইঞ্চি এবং নিচে-০.৫ ইঞ্চি) হাতের লেখায় হতে হবে। সমস্ত এসাইনমেন্ট ২টি পৃষ্ঠায় শেষ করতে হবে। পৃষ্ঠার উপরের ডান কোনায় পরীক্ষার্থীর নাম ও কলেজ রোল নং উল্লেখ করতে হবে। প্রথম পৃষ্ঠার মার্জিনে এসাইনমেন্ট স্টেটমন্ট পরিষ্কার ভাবে লিখতে হবে। 

এসাইনমেন্ট এ  ৫ টি অংশ থাকবে। ক) সূচনা, খ) কি?, গ) কেন, ঘ) কিভাবে ও ঙ) মন্তব্য 

নম্বর বণ্টন- 

১। মার্জিন ২%, ২। পরিচ্ছন্ন লেখা ( কাটাকুটি বা ঘষাঘষি ছাড়া) ৩% , সূচনা- ৫%, কি- ৪%,  কেন-৬%, কিভাবে- ৭% ও মন্তব্য - ৮% । 

খ) এসাইনমেন্ট লেখা শেষে স্ক্যান করে পিডিএফ/ জেপিজি আকারে নিজের একাউন্ট থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে  আপলোড করতে হবে।  

গ) মৌখিক পরীক্ষার সময় মুল এসাইনমেন্টটি পরীক্ষকের কাছে জমা দিতে হবে।

৫। যেসকল শিক্ষার্থীর পক্ষে কোন উপায়েই ইন্টারনেট বা ওয়েবসাইট Access করা সম্ভব নয় তাদের জন্য - 

ক) নিজের হাতে লিখা আবেদনপত্র আগামী ২৪/১১/২০২৪ তারিখ স   কাল ১১টা হতে ১২টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগে উপস্থিত হয়ে জমা দিতে হবে।

খ )  আবেদনেরকারী শিক্ষার্থীদের ছক-০১ এ বর্ণিত তারিখ ও সময়ে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে কক্ষ প্রত্যবেক্ষক শিক্ষকের তত্বাবধানে অনলাইন পরীক্ষা দিতে হবে।

Attachment file: