Go Back

Date : 23/11/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রাথমিক আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে প্রাথমিক আবেদন লিংক : http://app55.nu.edu.bd/nu-web/application/honsApplicationForm

সোনালী বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে প্রাথমিক আবেদন ফি পেমেন্টের লিংক : https://billpay.sonalibank.com.bd/CollegeFee/Payment/Application?eiin=130051

ভর্তির বিস্তারিত কার্যক্রম ও পদক্ষেপসমূহ এবং ওয়েবসাইট লিংক :

১. www.nu.ac.bd/admissions (http://app11.nu.edu.bd/)-এর Honours ট্যাবে ক্লিক করে → Apply Now (Honours) → SSC ও HSC-এর রোল, রেজি. নম্বর, বোর্ড, পাসের সাল, সঠিক মোবাইল নম্বর ও ছবি আপলোড করে Submit করতে হবে → আবেদন ফরম-সহ Applicatin ID  ও PIN পাওয়া যাবে।

২. i) https://billpay.sonalibank.com.bd/CollegeFee/Payment লিংক এ ক্লিক করে সোনালী বিল পেমেন্ট সিস্টেম পেইজে যেতে হবে; ii) College → Sunamganj Govt. College, Sunamganj, Degree → Honours, Year → 2025-2026-এ সিলেক্ট করতে হবে; iii) Admission Roll, Name ও Mobile Number টাইপ করতে হবে; iv) সঠিকভাবে Mobile নম্বর এন্ট্রি দিয়ে Next এ ক্লিক করতে হবে; v) এবার Payment Method সিলেক্ট করে আবেদন ফি পরিশোধ করে কাজ সম্পন্ন করতে হবে; vi) ফি প্রদান সম্পন্ন হলে একটি পেমেন্ট স্লিপ আসবে তা ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। অথবা, সোনালী -সেবা অ্যাপের মাধ্যমে: i) প্লে-স্টোর থেকে Sonali eSheba এ্যাপটি ডাউনলোডপূর্বক ইন্সটল এর মাধ্যমে অ্যাপটি চালু করে উপরোক্ত বর্ণিত পদ্ধতি অনুসরণ করে ফি পরিশোধ করতে হবে।

৩. প্রাথমিক আবেদন ফরম (১নং ধাপ হতে প্রাপ্ত), পেমেন্ট স্লিপ (২নং ধাপ হতে প্রাপ্ত)। প্রাথমিক আবেদন ফরম ও পেমেন্ট স্লিপ আগামী ২৪/১১/২০২৫–০৪/০১/২০২৬ পর্যন্ত অ্যাকাডেমিক ভবন (৫ম তলা ভবনের ৩য় তলা), বাংলা বিভাগে জমা দিতে হবে।

৪. প্রাথমিক আবেদন ও পেমেন্ট সম্পন্ন হলে কলেজ কর্তৃক ফরম নিশ্চয়ন করা হবে। যা Applicant login হতে নিশ্চয়ন হয়েছে কিনা যাচাই করা যাবেনিশ্চয়ন করা হলে অ্যাডমিট কার্ড ও ১০০ নম্বরের MCQ পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে

বি. দ্র. : পূর্বে কোনো শিক্ষাবর্ষে ভর্তি থাকলে অবশ্যই পূর্বের ভর্তি বালিত করতে হবে। অন্যথায় উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত তথ্যের জন্য : জাতীয় বিশ্ববিদ্যালয়ের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনির ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা-০১) অনুসরণ করতে হবে।

কলেজে আবেদন ফরম জমার ক্ষেত্রে সরকারি ছুটির দিন ব্যতীত ভর্তি কার্যক্রম চলমান থাকবে

ভর্তি সহায়তা (বাংলা বিভাগ) যোগাযোগ নম্বর :  01639-399420

Attachment file: