Go Back

Date : 27/08/2020

সুনামগঞ্জ সরকারি কলেজে পাঠরত শিক্ষার্থীদের কলেজ ওয়েবসাইটে একাউন্ট ক্রিয়েট সংক্রান্ত জরুরী

 

তারিখঃ  ২৭  আগস্ট ২০২০ 

বিশেষ বিজ্ঞপ্তি

সুনামগঞ্জ সরকারি কলেজে পাঠরত সকল পর্যায়ের শিক্ষার্থীদের আনন্দের সাথে জানানো যাচ্ছে  যে, শিক্ষার্থীদের পাঠ ও কলেজ কার্যক্রম সঙ্ক্রান্ত বিষয়াদি সহজে তাদের কাছে পৌঁছে দেয়ার  জন্য ডিজিটাল প্লাটফরম তৈরী করার কার্যক্রম এর প্রথম পর্যায় শেষ হয়েছে। এ পর্যায়ে যে সকল সুবিধা শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে তা হল - 

  1. শিক্ষার্থীরা প্রত্যেকে কলেজ ওয়েব সাইটে নিজের একটি একাউন্ট খুলতে পারবে।
  2. এই একাউন্টে লগইন করে তারা 
    1. প্রতিদিনের ক্লাস (কলেজ রুটিন অনুযায়ী)
    2. টেস্ট ( ক্লাস টেস্ট- কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট *) 
    3. নিজের পারফরমেন্স (বিভিন্ন টেস্টে)
    4. তার জন্য বরাদ্দ কোর্স বা সাবজেক্ট ও এর অধীন 
      1. ভিডিও লেকচার 
      2. ক্লাস নোট 
      3. পাঠের সাথে সম্পৃক্ত রিসোর্স (পিডিএফ, ভিডিও লিঙ্ক, প্রশ্নোত্তর ভিডিও লিঙ্ক ইত্যাদি )। 
    5. রুটিন ইত্যাদি ব্যবহার করার সুযোগ পাবে। 

এছাড়া কলেজ বিভিন্ন সময়ে বিভিন্ন অনলাইন ভিত্তিক পরীক্ষা এর আয়োজন করলে শিক্ষার্থী যেকোন স্থান থেকে নিজের একাউন্টে লগ ইন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 

* সুনামগঞ্জ সরকারি কলেজ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নামে একটি ধারনার বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে যার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ অগ্রগতির একটি ধারবাহিক চিত্র পাওয়া যাবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এর মাধ্যমে শিক্ষার্থীর প্রয়োজন বুঝে ব্যবস্থা নিতে পারবেন। 

ডিজিটাল এই মাধ্যমটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি কম্পিউটার, ট্যাব বা যে কোন স্মার্টফোন এর মাধ্যমে ব্যবহার করা যায়। সবচাইতে কম স্পিডের ইন্টারনেট কানেকশনেও বেশিরভাগ সুবিধা (ভিডিও ও অডিও ছাড়া বাকি সব ) পাওয়া যাবে। 

সুনামগঞ্জ সরকারি কলেজ এর সকল পর্যায়ের সকল শিক্ষার্থীকে নিচের টেবিলে উল্লিখিত সময় সীমা অনুযায়ী কলেজ ওয়েব সাইটের (https://sugc.edu.bd/student/login → Create account) মাধ্যমে নিজ নিজ একাউন্ট creat করার জন্য বলা হল। বিষয়টি অতীব জরুরী।

ক্রমিক নং   প্রোগ্রাম                    সময় সীমা 

                এইচ এস সি            ২৮ আগস্ট  - ৫ সেপ্টেম্বর ২০২০ 

                 স্নাতক (পাস)            ১ - ৫ অক্টোবর ২০২০ 

                স্নাতক (সম্মান)          ৭ - ১২ অক্টোবর ২০২০ 

                 স্নাতকোত্তর              ১২- ২০ অক্টোবর ২০২০ 

বিশেষ দ্রষ্টব্যঃ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ২০২০ পরীক্ষামূলক ভাবে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গ্রহণ করা হবে। শুধুমাত্র নিজের একাউন্ট এ লগইন করেই এই পরীক্ষায় অংশ নেয়া যাবে। 

অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রক্রিয়া (Computer/ Tab/ Smartphone)

Go to link  https://sugc.edu.bd/student/login→ Create account 

Create account  প্রক্রিয়াতে দুটি অংশ রয়েছে

  1. প্রথম অংশ (শিক্ষার্থীর বর্তমান স্ট্যাটাস)

প্রোগ্রাম → গ্রুপ (এইচ এস সি ও স্নাতক (পাস)) / Department (স্নাতক (সম্মান)  ও স্নাতকোত্তর ) → Year→ সেশন → কলেজ রোল নম্বর→ পাসওয়ার্ড →Confirm Password→ মোবাইল নম্বর → একসেপ্ট → সাবমিট

  1. ২য় অংশ (শিক্ষার্থীর অন্যান্য তথ্য ) এই পর্যায়ে শিক্ষার্থীদের ৫ টি সেকশন এ তথ্য দিতে হবে।

সাধারণ তথ্য → যোগাযোগের তথ্য → অভিভাবকের তথ্য → ছবি এবং সিগনেচার (পাস পোর্ট সাইজ ছবির স্ক্যান কপি এবং নমুনা সিগনেচারের স্ক্যান কপি)  → শিক্ষাগত যোগ্যতার তথ্য → Review your Application → Submit

প্রতিটি অংশে * চিহ্নিত এর তথ্য নির্ভুল হতে হবে এবং অবশ্যই পূরণ করতে হবে।

একাউন্টে লগইন করার জন্য আইডি - কলেজ রোল নম্বর → পাসওয়ার্ড 

অবশ্য স্মরণীয়

  • Year- Extra - রেগুলার শিক্ষার্থীদের জন্য নয়।  শুধুমাত্র এইচ এস সি ( টেস্ট উত্তীর্ণ ) পরীক্ষার্থী বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বর্ষ উত্তীর্ণদের জন্য। 
  • কলেজ রোল নম্বর (এটি একাউন্ট আইডি হিসাবে ব্যবহৃত হবে তাই সঠিক ভাবে দিতে হবে
  • পাসওয়ার্ড (স্মরণে রাখতে হবে ও অন্য কারো সাথে শেয়ার করা যাবে না। )
  • মোবাইল নম্বর ভেরিফিকেশন ও পাস ওয়ার্ড রিসেট ইত্যাদির কাজে ব্যবহৃত হবে। সুতরাং এটি নিজের অথবা অভিভাবকের হওয়া উচিত।

বিজ্ঞপ্তিটি অতীব জরুরী বিধায় সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক,  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি বিজ্ঞপ্তির বিষয়বস্তু প্রচারের উদ্যোগ নিতে অনুরোধ করা হচ্ছে।

 

অধ্যক্ষ 

সুনামগঞ্জ সরকারি কলেজ 

সুনামগঞ্জ 

 

Attachment file: