Date : 08/09/2020
শিক্ষার্থী একাউন্ট সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
একাউন্ট তৈরী ও লগইন সংক্রান্ত
সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, উচ্চমাধ্যমিক শ্রেণির sugc.edu.bd সাইটে একাউন্ট ওপেনিং এর সময়সীমা আগামী ১২/০৯/২০২০ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা এখন পর্যন্ত একাউন্ট ক্রিয়েট করে নি তারা উক্ত তারিখ রাত ১২ টা পর্যন্ত অনলাইনে ফরম সাবমিট করতে পারবে।
রেজিস্ট্রেশন সহায়তা ডেস্কঃ কলেজ লাইব্রেরী (সকাল ১০টা - দুপুর ২টা)
প্রতিদিন রাত ১০ টার পর অ্যাপ্রুভাল দেয়া হয়। কলেজ অ্যাপ্রুভাল করার পর একাউন্টে লগইন করা যাবে।
বিঃ দ্রষ্টব্য - শিক্ষার্থীরা এখন হতে তাদের প্রয়োজনীয় নোটিস ও পাঠ সংক্রান্ত সকল তথ্য তাদের একাউন্টে লগইন করলে পাবে। এছাড়া ওয়েব সাইটে প্রয়োজনীয় সকল তথ্য উপস্থাপন করা হয়। সকলকে sugc.edu.bd সাইটটি নিয়মিত ভিজিট করার জন্য বলা হচ্ছে।
পরীক্ষা সংক্রান্ত
শিক্ষার্থীরা নিজের একাউন্টে লগইন করে Exam ক্লিক করে আসন্ন সকল পরীক্ষার সকল তথ্য পাবে। নিয়মিত নিজের একাউন্টে লগইন করার জন্য পরামর্শ দেয়া হল। পরীক্ষায় অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত জানতে https://youtu.be/lnHzTDneSoY
প্র্যাকটিস টেস্ট ১৫ সেপ্টেম্বর
বিজ্ঞান শাখাঃ অন্তর্ভূক্ত বিষয়ঃ বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত
মানবিক শাখাঃ অন্তর্ভূক্ত বিষয়ঃ বাংলা, ইংরেজি, আইসিটি, যুক্তিবিদ্যা, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি ও ইতিহাস।
বাণিজ্য শাখাঃ অন্তর্ভূক্ত বিষয়ঃ বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এবং ফিন্যান্স ব্যাংকিং ও বীমা
** প্রতিটি বিষয় হতে ৫ টি করে প্রশ্ন হবে। মোট ৪০ মিনিটের পরীক্ষা। পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর প্রত্যেক পরীক্ষার্থী ৩/৫টি প্রশ্নের একটি চাংক একেকবারে পাবে। একটি চাংকের উত্তর দেয়া শেষ হলে Next ক্লিক করে পরের চাংক এ যাওয়া যাবে। Next ক্লিক করার অর্থ চাংক চূড়ান্ত। রিভিউ করার কোন সুযোগ নেই।
সুনামগঞ্জ সরকারি কলেজ