Date : 11/09/2020
২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত
বিজ্ঞপ্তি
২০২০-২০২১ শিক্ষাবর্ষে সুনামগঞ্জ সরকারি কলেজে উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষাবোর্ড কর্তৃক মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থী শুধুমাত্র অনলাইনে ভর্তি ফরম পূরণ এর মাধ্যমে কলেজে ভর্তি হতে পারবেন।
-
সময়সীমা
আগামী ১৩/০৯/২০২০ তারিখ বেলা ৩.০০ টা হতে ১৭/০৯/২০২০ তারিখ বেলা ৩.০০ টা পর্যন্ত sugc.edu.bd সাইটে Admission অ্যাক্টিভ থাকবে।
উক্ত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রমে ব্যর্থ হলে তার ভর্তির সুযোগ থাকবে না।
-
ভর্তি, সেশন ও অন্যান্য ফি সংক্রান্ত তথ্য।
(ভর্তি ফিস + পরীক্ষা ফিস) = সর্বমোট
মানবিক ও ব্যবসায় শাখার ছাত্রদের ফিস (2,203 + 560) = 2,763 /- এবং ছাত্রীদের ফিস (1,963 + 560 ) = 2,523 /- । বিজ্ঞান শাখার ছাত্রদের ফিস (2,303 + 720) = 3,023 /- এবং ছাত্রীদের ফিস (2,063 + 720 ) = 2,783 /-
-
পাঠ বিরতি ফিঃ ২০১৮ বা ২০১৯ সালের এস এস সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৫০/- (একশত পঞ্চাশ টাকা মাত্র) পাঠ বিরতি ফি হিসাবে ভর্তি ফিসের সাথে অতিরিক্ত জমা দিতে হবে।
-
সকল প্রকার ফিস শিউর ক্যাশ এর মাধ্যমে জমা দিতে হবে।
-
পেমেন্ট কী-ওয়ার্ড - SGCI
-
অনলাইনে ভর্তির জন্য প্রয়োজনীয়
ক) সকল শিক্ষার্থীর জন্য
-
Surecash এ টাকা জমাদানের ট্র্যানজাকশন আইডি
-
পাসপোর্ট সাইজ ছবি (সফট কপি )
খ) মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত শিক্ষার্থীকে ১৫/০৯/২০২০ তারিখ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০.০০ টা হতে বেলা ২টার মধ্যে সুনামগঞ্জ সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগে উপস্থিত হয়ে কাগজপত্র প্রদর্শনপূর্বক নিশ্চিত হওয়ার পর শিওরক্যাশ এর মাধ্যমে ভর্তি ফিস জমা দিতে হবে। এরপর অনলাইন এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
কাগজপত্র-
মুক্তিযোদ্ধা সন্তান / সন্তানের সন্তানদের সনাক্তকরণের জন্য
-
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত মুল সনদ।
-
সংশ্লিষ্ট এলাকার "মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল" কর্তৃক প্রদত্ব প্রত্যয়ন পত্র ।
** কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা কোটা সংক্রান্ত প্রমাণপত্র প্রদানে ব্যর্থ হলে ভর্তি বাতিল করা হবে।
-
অনলাইন এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া ( যেকোন কম্পিউটার, মোবাইল বা ট্যাব )
-
যেকোন ব্রাউজার ব্যবহার করে কলেজ ওয়েবসাইট sugc.edu.bd তে প্রবেশ করে Admission অপশনে ক্লিক করুন।
-
একাদশ শ্রেণি ভর্তি ২০২০-২০২১ এর পাশে Apply Now বাটনে ক্লিক করুন।
-
প্রাপ্ত ফরমটিতে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষাবোর্ড, পাশের বছর, শিওরক্যাশ ট্রানজাকশন আইডি ও পাসওয়ার্ড (শিক্ষার্থীকে দিতে হবে, পাসওয়ার্ডটি সংরক্ষণ করুন। কলেজ সাইটে লগইন করতে এটি প্রয়োজন পড়বে) সঠিকভাবে পূরণ করুন, এর পর সাবমিট বাটনে ক্লিক করুন যা আপনাকে পরবর্তি ধাপে নিয়ে যাবে।
-
প্রাপ্ত ফরমটির বিভিন্ন ফিল্ড সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় সফট কপি (পাসপোর্ট সাইজ ছবি ) সংযুক্ত / আপলোড করুন ও সাবমিট করুন।
-
একটি পূরনকৃত পিডিএফ ফরম আসবে, এটি ডাউনলোড করুন ও সংরক্ষণ করুন। এতে আপনার কলেজ রোলনম্বর উল্লেখ থাকবে যা পরবর্তীতে কলেজ সাইটে আপনার লগইন আইডি।
-
কলেজ কর্তৃপক্ষ আবেদনটি অ্যাপ্রূভ করার পর আপনার দেয়া মোবাইল নম্বরে একটি অ্যাপ্রূভাল মেসেজ পাবেন। অ্যাপ্রূভাল মেসেজ পাওয়ার পর কলেজ সাইটে (sugc.edu.bd) login অপশনে গিয়ে Student Login এর মাধ্যমে লগইন করুন। এটি কলেজে আপনার একাউন্ট। কলেজ সম্পর্কিত বিভিন্ন তথ্য ও অনলাইন সুবিধা আপনি এই একাউন্টের মাধ্যমে পাবেন।
-
অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
-
অনলাইনে ভর্তি সংক্রান্ত যেকোন প্রয়োজনে শিক্ষার্থী নিজে ০১৭১৬২২৮০৬৪, ০১৭১৭২৬৮০০৫, ০১৭১৭১৪১৯০৫, ০১৭১০২১২৩২৯ নম্বরে যোগাযোগ করুন।
Attachment file: