Date : 22/09/2020
২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ছবি আপলোড, ঐচ্ছিক ও চতুর্থবিষয় বাছাই এবং আবেদনপত্র ডাউনলোড প্রসঙ্গে
নির্দেশনামূলক বিজ্ঞপ্তি
২০২০২-২১ শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করার জন্য তাদের নিম্নলিখিত ধাপ সমূহ অনুসরণ করতে হবে-
- কলেজ রোল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজের একাউন্টে লগইন করতে হবে।
- ড্যাসবোর্ডে Admission অপশনে ক্লিক করতে হবে।
- এখানে ২ টি ধাপে তথ্য দিতে হবে
- ধাপ -১ঃ সঠিক ছবি আপলোড করা-
- সঠিক ছবি বলতে পাসপোর্ট সাইজের ছবি যার ব্যকগ্রাউন্ড সাদা অথবা হালকা নীল এবং যাতে শিক্ষার্থীর মুখমণ্ডল পরিষ্কার দেখা যায়। এই ছবি শিক্ষার্থীর কলেজ একাউন্ট প্রোফাইল, আইডি কার্ড ও শিক্ষাবোর্ডে ESIF ফরম এ থাকবে। (ছবি ৩০০ X ৩০০ পিক্সেল ও ৭০০ KB ফাইল সাইজের হতে হবে )
- এই ধাপে picture upload অপশন পাওয়া যাবে। Browse বাটনে ক্লিক করে ডিভাইস (কম্পিউটার, মোবাইল বা ট্যাব) মেমরি / স্টোরেজ থেকে সঠিক ছবি select করে আপলোড করতে হবে।
- ধাপ-২ঃ ঐচ্ছিক বিষয় ও চতুর্থ বিষয় বাছাই
- এই ধাপে তিনটি ঐচ্ছিক (elective / selective) বিষয় ও একটি চতুর্থ (optional) বিষয় বাঁচাই করতে হবে।
- তিনটি আবশ্যিক বিষয় আগে থেকেই বাছাই অবস্থায় থাকবে ১। বাংলা (১০১, ১০২) , ২। ইংরেজি (১০৬, ১০৭) , ৩। আই সি টি ২৭৫ । শিক্ষার্থীদের বাছাই করতে হবে option 4, option 5, option 6, option 7
- বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা option 4, ও option 5 এ যথাক্রমে Physics (174, 175) ও Chemistry (176, 177) সিলেক্ট করবে এবং জীববিজ্ঞান (178, 179) ও গণিত (265, 266) এর মধ্যে যেটি optional সেটি option 7 এ সিলেক্ট করবে। অপরটি option 6 এ সিলেক্ট করবে।
- ব্যবসায় শাখার শিক্ষার্থীরা option 7 এ economy (109, 110) সিলেক্ট করবে। অন্য option গুলি ইচ্ছানুযায়ী সিলেক্ট করতে পারবে।
- মানবিক শাখার শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী option গুলি পূরণ করবে
- সমস্ত অপশনগুলি পূরণ করা হলে অবশ্যই submit ক্লিক করতে হবে।
- ধাপ -১ঃ সঠিক ছবি আপলোড করা-
ধাপ ৩ঃ আবেদন ফরম ডাউনলোড করা
- ছবি সঠিক ভাবে আপলোড করা থাকলে এবং বিষয় বাছাই সঠিকভাবে সাবমিট করা হলে Download Application Form অ্যাক্টিভেটেড হবে। শিক্ষার্থী যেকোনো সময় তার প্রয়োজনে এই ফরমটি লগইন করে ডাউনলোড করতে পারবে। (কলেজে মুল মার্কশিট ও প্রশংসাপত্র জমাদেয়ার সময় এটির প্রয়োজন হবে।)
** নিজের একাউন্টের পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করা যাবে না। শিক্ষার্থীর নিজস্ব একাউন্টের এ্যাক্টিভিটির জন্য শিক্ষার্থী নিজে দায়ী থাকবে।
আহ্ববায়ক
একাদশ শ্রেণি ভর্তি কমিটি ২০২০
সুনামগঞ্জ সরকারি কলেজ