Date : 29/09/2020
2020-21 সেশনে ভর্তী হওয়া শিক্ষার্থীদের ছবি, স্বাক্ষর ও তথ্য সংশোধন প্রসঙ্গে পুনরায়
বিশেষ জরুরী বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, অনলাইন ভর্তি ফরম পূরণের সময় তাদের আপলোড করা ছবি eSIF রেজিস্ট্রেশনের জন্য যথাযথ নয়। সঠিক ধরণ ও মাপের ছবি ছাড়া রেজিস্ট্রেশন সম্ভব নয়।
আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে সকল শিক্ষার্থীকে সঠিক ছবি, সঠিক স্বাক্ষর এর স্ক্যান কপি আপলোড করতে হবে। অন্যথায় বোর্ড রেজিস্ট্রেশন যথাসময়ে সম্পন্ন না হওয়ার কারণে শিক্ষার্থীর ভর্তি বাতিল হলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
সঠিক ছবিঃ স্টুডিওতে তোলা অফিসিয়াল পাসপোর্ট সাইজের ছবি (ব্যকগ্রাউন্ড সাদা অথবা হালকা নীল) থেকে স্ক্যান করা। সাইজঃ উচ্চতা- ১৫০ পিক্সেল, প্রস্থ- ১২০ পিক্সেল । ফরম্যাটঃ- png / jpeg , ফাইল সাইজঃ সর্বোচ্চ ১৫ KB । (মুখমণ্ডল ছবির মোটামুটি ২/৩ অংশ জুড়ে থাকবে)
যে ধরনের ছবি সরাসরি বাতিল হবেঃ-
- পাঞ্জাবী, টি সার্ট বা গেঞ্জি (কলার ছাড়া)
- মুখমণ্ডল সম্পূর্ন দেখা যায় না এমন
- বাঁকা হয়ে বা মুখের একপাশ দেখা যায় এমন।
- সেলফি
- সাদা বা হালকা নীল (আকাশী) ব্যাকগ্রাউন্ড নয় এমন
- মাথা ও কাঁধ ছাড়া শরীরের অন্য অংশ দেখা যায় এমন
এ জাতীয় ছবি আপলোডকারী শিক্ষার্থীদের ভর্তি সরাসরি বাতিল করা হবে।
সঠিক স্বাক্ষরঃ কাল অথবা নীল কালিতে স্বাক্ষর (তারিখ ছাড়া) এর স্ক্যান কপি। সাইজঃ উচ্চতা- ৭০ পিক্সেল, প্রস্থ- ১২০ পিক্সেল । ফরম্যাটঃ- png / jpeg , ফাইল সাইজঃ সর্বোচ্চ ১৫ KB
ছবি রিসাইজ ও কমপ্রেস করার জন্য https://resizeimage.net/ লিঙ্কটি ব্যবহার করা যেতে পারে।
** আগামী ২৯- ৩০ সেপ্টেম্বর ২০২০ সময়ে শিক্ষার্থীরা তাদের নিজের একাউন্টে লগইন করে সঠিক ছবি, স্বাক্ষর আপলোড করাসহ তাদের অন্যান্য সকল তথ্য সংশোধন করতে পারবে।
শিক্ষার্থীদের পরামর্শ দেয়া যাচ্ছে যে ছবি ও স্বাক্ষর স্ক্যান ও প্রয়োজনীয় তথ্য সংশোধনের কাজটি নিজে করার জন্য এবং নিজের একাউন্টের পাসওয়ার্ড কারো সাথে শেয়ার না করার জন্য। শিক্ষার্থীর একাউন্টে ঘটা কর্মকান্ডের দায় সম্পূর্নভাবে শিক্ষার্থীর নিজের।
বিশেষ প্রয়োজনে শিক্ষার্থী নিজে (কলেজ ফরমে দেয়া নম্বর থেকে) নিম্ন বর্নিত নম্বরে যোগাযোগ করতে পারবে।
০১৭১৬২২৮০৬৪, ০১৭১৭২৬৮০০৫, ০১৭১৭১৪১৯০৫, ০১৭১০২১২৩২৯
আহ্বায়ক
একাদশ শ্রেণি ভর্তি কমিটি ২০২০
সুনামগঞ্জ সরকারি কলেজ