Go Back

Date : 29/09/2020

সুনামগঞ্জ সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ রোল নম্বরের (লগইন আইডি) তালিকা

 

বিজ্ঞপ্তি 

সুনামগঞ্জ সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ রোল নম্বরের তালিকা প্রকাশ করা হল। 

গ্রুপ ও এস এস সি রোল নম্বর এর  ক্রমানুসারে সাজানো এই তালিকায় সকল শিক্ষার্থীরা তাদের কলেজ রোল নম্বর জেনে নিতে পারবে। উল্লেখ্য যে কলেজ রোল নং কলেজ সাইটে শিক্ষার্থীদের লগইন আই ডি। 

বিশেষ নির্দেশনাঃ 

  1. শিক্ষার্থীরা নিজের পাসওয়ার্ড অন্যের সাথে শেয়ার করবে না। 
  2. প্রতিদিন কমপক্ষে ৩ বার নিজের একাউন্টে লগইন করে কলেজ সংক্রান্ত তথ্য আপডেট জেনে নেবে।
  3. একাউন্টের ড্যাসবোর্ডে ও নোটিশে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা থাকবে। 

সুনামগঞ্জ সরকারি কলেজ 

Attachment file: