Date : 02/10/2020
২০১০-২১ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনকারী কিছু শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম স্থগিত প্রসঙ্গে
বিশেষ জরুরী বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ সরকারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদনকারি শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, একাধিকবার নির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ ও শিক্ষার্থীর যোগাযোগ নম্বরে এস এম এস প্রেরণ করা সত্ত্বেও নিন্ম তালিকাভুক্ত এস এস সি রোলনম্বরধারী শিক্ষার্থীরা সঠিক ছবি আপলোড না করায় তাদের ভর্তি কার্যক্রম ও eSIF রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করা হল।
আবেদনকারী শিক্ষার্থীর এস এস সি রোল নম্বর
106265, 115164, 118370, 118430, 118473, 118484, 118547, 118557, 118773, 118910, 118926, 118944, 119097, 119125, 119126, 119185, 119516, 119573, 119598, 120731, 120745, 120783, 120901, 120903, 120926, 120941, 120943, 121171, 121200, 121217, 121234, 121385, 121419, 121485, 121604,
238181, 265155, 265157, 268961, 269006,
349440, 349442, 349458, 349460, 349628, 349629, 349664, 349706, 349767, 349781, 349782, 364385, 364392, 364417, 364432, 364533, 364557, 364558, 364566, 364689, 364870, 365005, 365045, 366130, 366291, 368188, 371675, 372482, 374355, 374870, 375054, 376461, 376470, 376730, 378089, 379859, 379895, 380093, 380103, 380126, 380142, 380157, 380160, 380736, 381499, 381640, 381654, 381657, 381725, 381729, 381786, 381865, 381869, 382196, 382252, 382540,
509278, 509309, 509315, 509437, 510126, 510147, 702731, 702741
তালিকাভুক্ত সকল আবেদনকারী শিক্ষার্থীকে তার যোগাযোগ নম্বরে এস এম এস পাঠানো হয়েছে।
তালিকাভুক্ত আবেদনকারী শিক্ষার্থীদের আগামী ৫ অক্টোবর ২০২০ তারিখ সকাল ১০ তা হতে বেলা ২টা পর্যন্ত সময়ের মধ্যে স্টুডিওতে সদ্যতোলা ১ কপি অফিসিয়াল পাসপোর্ট সাইজের ছবি সহ কলেজ লাইব্রেরিতে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।
যে ধরনের ছবি সরাসরি বাতিল হবেঃ-
- সুপার ইম্পোজ করা (ভিন্ন ছবি থেকে কপি করে জোড়া লাগানো)
- পাঞ্জাবী, টি সার্ট বা গেঞ্জি (কলার ছাড়া)
- মুখমণ্ডল সম্পূর্ন দেখা যায় না এমন
- বাঁকা হয়ে বা মুখের একপাশ দেখা যায় এমন।
- সেলফি
- সাদা বা হালকা নীল (আকাশী) ব্যাকগ্রাউন্ড নয় এমন
- মাথা ও কাঁধ ছাড়া শরীরের অন্য অংশ দেখা যায় এমন
উক্ত সময়ে উল্লিখিত ছবিসহ যোগাযোগে ব্যর্থ হলে ভর্তি বাতিল করা হবে।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ হতে আর কোন প্রকার এস এম এস পাঠানো হবে না বা ফোনে যোগাযোগ করা হবে না।
শিক্ষার্থীদের পরামর্শ দেয়া যাচ্ছে যে ও প্রয়োজনীয় তথ্য সংশোধনের কাজটি নিজে করার জন্য এবং নিজের একাউন্টের পাসওয়ার্ড কারো সাথে শেয়ার না করার জন্য। শিক্ষার্থীর একাউন্টে ঘটা কর্মকান্ডের দায় সম্পূর্নভাবে শিক্ষার্থীর নিজের।
আহ্বায়ক
একাদশ শ্রেণি ভর্তি কমিটি ২০২০
সুনামগঞ্জ সরকারি কলেজ