
Date : 08/10/2020
সুনামগঞ্জ সরকারি কলেজ এ বর্তমানে পাঠরত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের কলেজ সাইটে লগইন প্রসঙ্গে
বিশেষ বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ সরকারি কলেজ এ বর্তমানে পাঠরত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, কলেজের অফিসিয়াল ওয়েব সাইট sugc.edu.bd তে শিক্ষার্থী হিসাবে লগইন করার জন্য শিক্ষার্থীদের একাউন্ট ক্রিয়েট এর আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। আবেদন বিভাগীয় প্রধান কর্তৃক সনাক্ত হওয়ার পর কলেজ সাইটে লগইন করার অ্যাপ্রুভাল দেয়া হবে। আগামী ২০ অক্টোবর ২০২০ তারিখ হতে অ্যাপ্রুভাল এর কাজ শুরু হবে। অ্যাপ্রুভাল পাওয়া সকল শিক্ষার্থীর যোগাযোগ নম্বরে এস এম এস প্রেরণ করা হবে। অ্যাপ্রুভাল পাওয়ার পর শিক্ষার্থীরা তাদের নিজের একাউন্টে লগইন করতে পারবে।
যে সকল কারণে আবেদন বাতিল হবে তা হলঃ-
১। কলেজ রোল নম্বর সঠিক না হলে ও শিক্ষার্থীর নাম ও রোল নম্বর না মিললে।
২। মোবাইল নম্বর সঠিক না হলে ( এক্ষেত্রে শিক্ষার্থী এস এম এস পাবে না )
৩। অফিসিয়াল পাসপোর্ট সাইজ ছবি আপলোড করা না থাকলে। প্রসঙ্গত উল্লেখ্য যে, অস্পষ্ট / সুপার ইম্পোজ করা / সেলফি / টি-সার্ট / মুখমণ্ডল দেখা যায় না এমন ছবি গ্রহণযোগ্য নয়।
শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম সংক্রান্ত কাজকর্মের বেশিরভাগ শিক্ষার্থী তার নিজের একাউন্ট ব্যবহার করে করতে পারবে।
- সুনামগঞ্জ সরকারি কলেজ
Office
Latest Notices
17 Apr, 2025