Go Back

Date : 09/10/2020

২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনকারী শিক্ষার্থীদের eSIF সঙ্ক্রান্ত

বিশেষ জরুরী বিজ্ঞপ্তি

সুনামগঞ্জ সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের eSIF রেজিস্ট্রেশন তথ্যের খসড়া এটাচমেন্ট আকারে দেয়া হল। ফাইলে শিক্ষার্থদের নিজ নিঞ্জ নাম, ছবি, রোলনম্বরের শেষের চার অঙ্ক, ও চতুর্থবিষয় সঠিক কিনা যাচাই করে নিতে বলা হচ্ছে।

কোন সংশোধনী থাকলে  ০৯/১০/২০২০ ও ১০/১০/২০২০ তারিখ রাত ৮-১০ টা পর্যন্ত সময়ে ০১৭১৭২৬৮০০৫ নম্বরে (নির্মলেন্দু শর্মা, প্রভাষক, গণিত) যোগাযোগ করে অবহিত করতে হবে।

** তথ্য ঠিক থাকলে যোগাযোগের প্রয়োজন নাই। আপাতত কলেজে উপস্থিত হয়ে স্বাক্ষরের প্রয়োজন নাই। 

নিম্ন তালিকাভুক্ত SSC Roll ধারী  শিক্ষার্থীদের ছবি সঠিক ভাবে না পাওয়ায় রেজিস্ট্রেশন করা সম্ভব হয় নি।

ছবি সঠিক নয় - 364533, 364689, 364417, 702741, 702731, 349629, 269006, 238181, 121171, 121234

ছবি সঠিক নয় ও যোগাযোগের নম্বর ভুল - 364870 , যোগাযোগের নম্বর সঠিক নয় - 118876

আগামী ১০/১০/২০২০ তারিখ বেলা ১১টার মধ্যে কলেজ লাইব্রেরীতে যোগাযোগ করে সঠিক ছবি জমা না দিলে তাদের বোর্ড রেজিস্ট্রেশনের দায় কলেজ কর্তৃপক্ষ বহন করবে না। 

 

আহ্বায়ক 

একাদশ শ্রেণি ভর্তি কমিটি ২০২০

সুনামগঞ্জ সরকারি কলেজ

Attachment file: