Go Back

Date : 20/10/2020

কলেজ সাইটে (sugc.edu.bd) অনলাইন একাউন্ট ক্রিয়েট সংক্রান্ত

বিশেষ বিজ্ঞপ্তি

সুনামগঞ্জ সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, কলেজ সাইটে শিক্ষার্থী (student) একাউন্ট ক্রিয়েট করার জন্য নিম্নলিখিত নিয়মসমূহ মেনে আবেদন ফরম পূরণ করতে হবে। অন্যথায় আবেদন অ্যাপ্রুভড হবে না। 

আবেদনে

  1. কলেজ রোল নম্বর সঠিক ও সম্পুর্ণ হতে হবে। 
  2. নাম সঠিক হতে হবে। 
  3. পাঠের বর্ষ সঠিক হতে হবে। 
  4. ভর্তীর সেশন সঠিক হতে হবে।
  5. ছবি পাসপোর্ট সাইজের ও অফিসিয়াল হতে হবে (300 px X 240 px)
  6. যোগাযোগের নম্বর সঠিক হতে হবে। 

আবেদন অ্যাপ্রুভড হলে আবেদনে শিক্ষার্থীর দেয়া যোগাযোগের নম্বরে অ্যাপ্রুভাল মেসেজ যাবে। মেসেজ পাওয়ার পর স্ব স্ব একাউন্টে লগইন করে অনলাইন সুবিধাসমূহ নেয়া যাবে। কলেজ রোল নম্বর শিক্ষার্থীর একাউন্ট আই ডি। 

একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর নামে এক বা একাধিক একাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করলে, কাজটি সাইবার অপরাধ হিসাবে গণ্য করা হবে। এই মর্মে ** Saiful Islam (এস এস সি রোল 324794) ও MD:LUKMAN HEKIM NAHID (এস এস সি রোল 115371)  কে প্রাথমিক ভাবে সতর্ক করা হল। 

২০২০-২০২১ শিক্ষাবর্ষে এইচ এস সি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য

অনলাইনে ভর্তি ফরম পূরণ করে কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার কারণে শিক্ষার্থীর একাউন্ট অটোমেটিক ক্রিয়েট করা হয়ে গেছে। নতুন করে আর একাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই।

২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কলেজ রোল নম্বর একাউন্ট আইডি হিসাবে ব্যবহার করে লগইন করে অনলাইন ক্লাস সহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বলা হল। ১৭/১০/২০২০ তারিখ হতে প্রথম ও ২য় বর্ষের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। 

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এইচ এস সি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য

১৯/১০/২০২০ তারিখ পর্যন্ত প্রাপ্ত ৭৫ টি আবেদন এর যাচাই এর পর ৪৭টি অ্যাপ্রুভ করা হয়েছে ও মেসেজ পাঠানো হয়েছে। যে সকল আবেদনকারী শিক্ষার্থী মেসেজ পায় নি তাদের আবেদন উপরিউক্ত ১-৬ কারণের একটি বা একাধিক প্রযোজ্য হয়েছে বিধায় বাতিল করা হয়েছে। 

যে সকল শিক্ষার্থী মেসেজ পায় নি তাদের ২৫/১০/২০২০ তারিখের পূর্বে পুনরায় আবেদন করার জন্য বলা হল। অন্যথায় নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। 

আবেদনকারী শিক্ষার্থী পাঠের বর্ষ হিসাবে First Year সিলেক্ট করবে। 

ডিগ্রি, অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য 

২০/১০/২০২০ তারিখ হতে আবেদন যাচাই এর কাজ শুরু হবে। উপরিউক্ত ১-৬ নম্বরে উল্লিখিত কারণে আবেদন অসম্পুর্ণ বিবেচিত হলে আবেদন বাতিল হবে। ৫/১২/২০২০ তারিখের মধ্যে অ্যাপ্রুভাল মেসেজ না পেলে ধরে নিতে হবে আবেদন বাতিল করা হয়েছে এবং ৫/১১/২০২০ তারিখ হতে ১০/১১/২০২০ তারিখের মধ্যে সঠিকভাবে আবেদন ফরম পূরণ করে পুনরায় আবেদন করতে হবে। 

আবেদকারী শিক্ষার্থী তার বর্তমান পাঠের বর্ষ সঠিকভাবে পূরণ করবে। 

* একাউন্ট ক্রিয়েট এর বিষয়ে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত সময়ে কলেজ লাইব্রেরীতে সরাসরি যোগাযোগ করা যেতে পারে।

** এ বিষয়ে কোন শিক্ষকের সাথে অনাবশ্যক ফোনে যোগাযোগ করার প্রবণতাকে নিরুৎসাহিত করা হচ্ছে। 

- সুনামগঞ্জ সরকারি কলেজ