
Date : 15/11/2020
জনাব নির্মলেন্দু শর্মা, প্রভাষক (গণিত) এঁর পিতা অকাল মৃত্যুতে শিক্ষক পরিষদ এর শোকবার্তা।
শোকবার্তা
সুনামগঞ্জ সরকারি কলেজে কর্মরত ৩২তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা জনাব নির্মলেন্দু শর্মা, প্রভাষক (গণিত বিভাগ) এঁর পিতা আজ ১৫/১১/২০২০খ্রি. সকাল ৭:২৫ মিনিটে পরলোক গমন করেছেন। তাঁর অকাল মৃত্যুতে সুনামগঞ্জ সরকারি কলেজ পরিবার গভীরভাবে শোক ও সমবেদনা জ্ঞাপন করছে। পাশাপাশি তাঁর শোক সন্তপ্ত পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে সৃষ্টিকর্তার নিকট এ প্রার্থনা করছে।
সুনামগঞ্জ সরকারি কলেজ পরিবার তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য সৃষ্ঠিকর্তার নিকট প্রার্থনা করছে।
Attachment file:
Office
Latest Notices
17 Apr, 2025