
Date : 29/03/2021
২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ও আবেদন ফরম।
পূরণকৃত আবেদন ফরমের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি জমা দিতে হবে-
১। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি-০৩ কপি।
২। এস.এস.সি/সমমান পরীক্ষার মার্কশীটের ফটোকপি-০৩ কপি।
৩। শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্মসনদ এর ফটোকপি- ০৩ কপি।
৪। মা-বাবার জাতীয় পরিচয়পত্র (NID) কার্ডের ফটোকপি- ০৩ কপি।
৫। মা-বাবার অবর্তমানে বৈধ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (NID) ফটোকপি- ০৩ কপি।
৬। মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি-০৩ কপি।
উপবৃত্তি আবেদন ফরম পিডিএফ আকারে সংযুক্ত।

Attachment file: