Go Back

Date : 25/05/2021

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ব্যানবেইস ডেটাবেইজ তৈরী ও ইউনিক আইডি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি।

            এতদদ্বারা সুনামগঞ্জ সরকারি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ব্যানবেইস কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাতথ্য ভিত্তিক ডেটাবেস তৈরি ও ইউনিক আইডি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর তথ্যছক পূরণ পূর্বক নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি ব্যতীত কলেজ লাইব্রেরীতে মোঃ আলী নূর আহমদ এবং মোঃ সাজুল ইসলাম এর নিকট জমা দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে ০৪ (চার) পাতার প্রয়োজনীয় তথ্য সংযুক্ত পিডিএফটি প্রিন্ট করে সঠিক ভাবে লিখে নিম্নোক্ত ডকুমেন্টস সহ জমা দিতে হবে।

ডকুমেন্টস সমূহ:

০১। শিক্ষার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড রঙ্গিন ছবি, যা সম্মুখভাগ থেকে তোলা যেন দুই চোখ একই সাথে দৃশ্যমান হয় এবং কোন প্রকার সেল্ফি ছবি গ্রহনযোগ্য হবে না।)

০২। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।

০৩। শিক্ষার্থীর মাতা, পিতা এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিপত্রের ফটোকপি ও জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।

সময়সূচি বিজ্ঞপ্তিতে সংযুক্ত।

Picture

Attachment file: