
Date : 27/07/2021
2021 সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য এ্যাসাইনমেন্ট প্রদান সংক্রান্ত।
বিজ্ঞপ্তি
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে,শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০২.০০০০.১০৫.০৬.০০১.২১.৪৫০ তারিখ: ২৬/০৭/২০২১ খ্রি. তারিখ মোতাবেক তাদের পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত এ্যাসাইনমেন্ট প্রদান করা হলো।
এ্যাসাইমেন্ট সংগ্রহ ও জমাদান পদ্ধতি:
১। শিক্ষার্থীরা তাদের কলেজ ওয়েবসাইটের নিজ নিজ একাউন্টে লগইন করে এ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে।
২। এ্যাসাইনমেন্টটি অবশ্যই শিক্ষার্থীদের নিজ নিজ হাতে লিখতে হবে।
৩। প্রত্যেক এ্যাসাইনমেন্টের সঙ্গে কভারপেজ(নমুনা সংযুক্ত) শিক্ষার্থীদের অংশ সঠিকভাবে পূরণ করে যুক্ত করতে হবে।
৪। কভারপেজসহ লিখিত এ্যাসাইনমেন্টটি স্ক্যান করে কলেজ ওয়েবসাইটের নিজ নিজ একাউন্ট থেকে জমা
দিতে হবে।
৫। মূল কপি কভার পেজসহ নির্ধারিত তারিখে কলেজে জমা হতে হবে।
৬। কলেজে জমাদান নিজে/অন্য কারো মাধ্যমে/অন্য যে কোন উপায়ে করা যাবে। সকল
ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
৭। অনলাইনে ও সরাসরি এ্যাসাইনমেন্ট জমা দেয়ার সময়সীমা প্রতিটি এ্যাসাইনমেন্টের
সাথে উল্লেখ থাকবে।
বি:দ্র: নোট, গাইড, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে এ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে।
অধ্যক্ষ
সুনামগঞ্জ সরকারি কলেজ
Attachment file:
Office
Latest Notices
30 Jul, 2025
30 Jul, 2025