Go Back

Date : 28/07/2021

২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এসাইনমেন্ট সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

এতদ্বারা ২০২১ সালের সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নৈর্বাচনিক বিষয়ের বিষয়ভিত্তিক এসাইনমেন্ট সম্পন্ন করে নির্ধারিত তারিখ অনুযায়ী জমা দিতে হবে। এসাইনমেন্ট গ্রহণ, প্রস্তুতি এবং জমাদানের জন্য শিক্ষার্থীদের নিচের ধাপ সমূহ অনুসরণ করতে হবে। 

১। শিক্ষার্থীর এসাইনমেন্ট গ্রহণঃ 

কলেজ ওয়েব সাইটে নিজ নিজ একাউন্টে লগইন করে Dashboard - Assignment অংশে (কার্ড) এসাইনমেন্ট পাওয়া যাবে। এসাইনমেন্টের উপরের অংশে জমাদানের সময় সীমা উল্লেখ থাকবে। 

 ২। এসাইনমেন্ট প্রস্তুতিঃ 

ক) সাদাকাগজে চার দিকে ১ ইঞ্চি করে মার্জিন রাখতে হবে। নিজের হাতে পরিচ্ছন্ন ভাবে লিখতে হবে। লেখা মার্জিন এর বাইরে যাবে না। টাইপ করা,  প্রিন্ট বা ফটোকপি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। 

খ) প্রথম পৃষ্ঠাটি হবে কভার পেজ। (সংযুক্তি)  

গ) প্রতিটি পৃষ্ঠার একদিকে লিখতে হবে। প্রতি পৃষ্ঠার উপরের  ডান দিকে পৃষ্ঠা নম্বর, শিক্ষার্থীর কলেজ রোল নম্বর, শিক্ষার্থীর নাম লিখতে হবে ( সংযুক্তি) 

ঘ) এসাইনমেন্ট লিখার সময় পুর্ন নম্বর প্রাপ্তির নির্দেশিকা (এসাইনমেন্টের শেষ অংশ)  খেয়াল রাখতে হবে। 

৩। এসাইনমেন্ট জমাদানঃ 

  • এসাইনমেন্ট জমাদানে অবশ্যই নির্ধারিত তারিখ ও সময় অনুসরণ করতে হবে। 
  • যেককল এসাইনমেন্ট এ অনলাইন ও কলেজে জমাদানের নির্দেশনা থাকবে সেগুলি অনলাইনে জমাদানের পর হাতে লিখা মুল কপি ( টাইপ করা, ফটোকপি বা প্রিন্ট করা কপি গ্রহণ যোগ্য নয়) কলেজে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। জমাদানের তারিখ এসাইনমেন্টে উল্লেখ থাকবে। 
  • যে সকল এসাইনমেনটে শুধু কলেজে জমাদানের নির্দেশনা থাকবে সেগুলির  হাতে লিখা মুল কপি ( টাইপ করা, ফটোকপি বা প্রিন্ট করা কপি গ্রহণ যোগ্য নয়) কলেজে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। জমাদানের তারিখ এসাইনমেন্টে উল্লেখ থাকবে।
  • কলেজে জমাদানের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিজে বা প্রতিনিধির মাধ্যমে বা অন্য কোন উপায়ে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। 

(ক) অনলাইনে জমাদানের পদ্ধতিঃ

  • সম্পন্ন করা এসাইনমেন্ট এর প্রতিটি পৃষ্ঠা (কভার পেজ সহ) ধারাবাহিকভাবে  স্ক্যান করতে হবে। এক্ষেত্রে মোবাইলে CamScanner বা Microsoft Lens - PDF Scanner ব্যবহার করা যেতে পারে। সম্পুর্ন এসাইনমেন্টটি ৪-৫ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। 
  • কলেজ ওয়েব সাইটে নিজ নিজ একাউন্টে লগইন করে এসাইনমেন্ট কার্ড এ থাকা এসাইনমেন্ট এ ক্লিক করে Assignment Detail এর নিচে Upload Assignment অংশে choose file ক্লিক করবে। এর পর Files ক্লিক করে এই এসাইনমেন্টের স্ক্যান করা সঠিক ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। এর পর submit ক্লিক করতে হবে। 

(খ) মুল কপি কলেজ জমাদান পদ্ধতিঃ 

  • শিক্ষার্থীর স্বহস্তে লিখিত এসাইনমেন্ট শুধুমাত্র নির্ধারিত তারিখ ও সময়ে ( এসাইনমেন্টে উল্লেখ থাকবে) স্বাস্থ্যবিধি মেনে নিজে বা প্রতিনিধির মাধ্যমে বা অন্য কোন উপায়ে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। 

বিঃ দ্রঃ এসাইনমেন্ট রিসাবমিশন বা পুনঃ জমাদানের সুযোগ নেই। সুতরাং শিক্ষার্থীরা সতর্কতার সাথে এসাইনমেন্ট সমাধান করে সঠিক কভারপেজ ও সঠিক এসাইনমেন্ট ফাইল আপলোড / জমা দেবে। সকল ক্ষেত্রে শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের জন্য মাউশির নির্দেশনা অবশ্য অনুসরনীয়। 

অধ্যক্ষ 

সুনামগঞ্জ সরকারি কলেজ

 

Attachment file: