
Date : 18/11/2021
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি
তদ্বারা ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী দের জানানো যাচ্ছে যে, তাদের ভর্তির আবেদন ফরম জমাদান কার্য ক্রম ১৮/১১/২০২১ খ্রি. তারিখ থেকে ৩০/১১/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট http://www.nu.ac.bd/admissions থেকে আবেদন ফরম পূরণ করে পূরনকৃত ফরম ডাউনলোডপূর্বক নোটিশে উল্লিখিত পদ্ধতিতে প্রাথমিক আবেদন ফি ২৫০/- টাকা জমা দিয়ে ডাউনলোডকৃত ফরম অফিস চলাকালীন সময়ে সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
ডিগ্রি ১ম বর্ষ ভর্তি - সোনালী বিল পেমেন্ট / সোনালী ই-সেবা ব্যবহারের পদ্ধতি
সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, সুনামগঞ্জ সরকারী কলেজ এর বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থী / ভর্তীচ্ছু দের আর্থিক লেনদেন এখন হতে সোনালী বিল পেমেন্ট সিস্টেম / সোনালী ই-সেবা অ্যাপ এর মাধ্যমে সম্পাদিত হবে। এই সেবার মাধ্যমে শিক্ষার্থী ও ভর্তীচ্ছুরা যেকোন মোবাইল ওয়ালেট (বিকাশ / নগদ / রকেট ) অথবা কার্ড (ভিসা / মাস্টার / এমেক্স / ডিবিবিএল Nexus) এবং সোনালী ব্যাংক একাউন্ট হতে বিভিন্ন প্রকার ফি প্রদান করতে পারবে।
পদ্ধতিঃ
সোনালী বিল পেমেন্ট সিস্টেম
-
https://sbl.com.bd:7070/ লিঙ্ক এ ক্লিক করে সোনালী বিল পেমেন্ট সিস্টেম পেইজে যেতে হবে।
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি জমা দেয়ার জন্য NU Application Fees আইকনে ক্লিক করে Fee Payment পেইজে যেতে হবে।
-
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবার আবেদনকারীরা Application Fee আইকনে ক্লিক করে Application Fee Collection পেইজে যেতে হবে। এরপর
-
Degree(Pass) / Honours / Masters যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করতে হবে।
-
এর পর কলেজ ড্রপডাউন থেকে Sunamgonj Govt. College সিলেক্ট করতে হবে।
-
এর পর জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ফরম এ প্রাপ্ত অ্যাডমিশন রোল নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।
-
এরপর নাম (সঠিক বানান ) ও ব্যক্তিগত ফোন নম্বর এন্ট্রি দিতে হবে।
-
Next ক্লিক করে পরের পেইজে সকল তথ্য ঠিক আছে কিনা যাচাই করে Next ক্লিক করে Payment Method পেইজে গিয়ে সোনালী ব্যংক / কার্ড / মোবাইল ব্যংকিং / একাউন্ট ট্রান্সফার এর যে অপশনটি প্রযোজ্য সেটি ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করা যাবে।
-
অ্যাডমিশন ফি প্রদান করার জন্য Fee Payment পেইজে আইকনে ক্লিক করে Admission Fee Collection পেইজে যেতে হবে। এরপর ৩ নং ধাপে বর্ণিত (a) - (e) পর্যন্ত অনুসরণ করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
সোনালী ই-সেবা অ্যাপের মাধ্যমে
Sonali eSheba অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। অ্যাপে ঢুকে উপরে বর্ণিত 2-3(a)-(e) পর্যন্ত অনুসরণ করে ফি পেমেন্ট সম্পন্ন করতে হবে।
Attachment file:

Office
Latest Notices
17 Apr, 2025