Go Back

Date : 18/11/2021

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

তদ্বারা ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী দের  জানানো যাচ্ছে যে, তাদের ভর্তির আবেদন ফরম জমাদান কার্য ক্রম ১৮/১১/২০২১ খ্রি. তারিখ থেকে ৩০/১১/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট http://www.nu.ac.bd/admissions থেকে আবেদন ফরম পূরণ করে পূরনকৃত ফরম ডাউনলোডপূর্বক নোটিশে উল্লিখিত পদ্ধতিতে প্রাথমিক আবেদন ফি ২৫০/- টাকা জমা দিয়ে ডাউনলোডকৃত ফরম অফিস চলাকালীন সময়ে সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

ডিগ্রি ১ম বর্ষ ভর্তি - সোনালী বিল পেমেন্ট / সোনালী ই-সেবা ব্যবহারের পদ্ধতি 

 

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, সুনামগঞ্জ সরকারী কলেজ এর বিভিন্ন পর্যায়ে  শিক্ষার্থী / ভর্তীচ্ছু দের আর্থিক লেনদেন এখন হতে সোনালী বিল পেমেন্ট সিস্টেম / সোনালী  ই-সেবা অ্যাপ এর মাধ্যমে সম্পাদিত হবে। এই সেবার মাধ্যমে শিক্ষার্থী ও ভর্তীচ্ছুরা যেকোন মোবাইল ওয়ালেট (বিকাশ / নগদ / রকেট ) অথবা কার্ড (ভিসা / মাস্টার / এমেক্স / ডিবিবিএল Nexus) এবং সোনালী ব্যাংক একাউন্ট হতে বিভিন্ন প্রকার ফি প্রদান করতে পারবে। 

 

পদ্ধতিঃ 

সোনালী বিল পেমেন্ট সিস্টেম

  1. https://sbl.com.bd:7070/ লিঙ্ক এ ক্লিক করে সোনালী বিল পেমেন্ট সিস্টেম পেইজে যেতে হবে। 

  2. জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি জমা দেয়ার জন্য NU Application Fees আইকনে ক্লিক করে Fee Payment পেইজে যেতে হবে। 

  3. জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবার আবেদনকারীরা Application Fee আইকনে ক্লিক করে  Application Fee Collection পেইজে যেতে হবে। এরপর 

    1. Degree(Pass) / Honours /  Masters যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করতে হবে। 

    2. এর পর কলেজ ড্রপডাউন থেকে Sunamgonj Govt. College সিলেক্ট করতে হবে। 

    3. এর পর জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ফরম এ প্রাপ্ত অ্যাডমিশন রোল নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। 

    4. এরপর নাম (সঠিক বানান ) ও ব্যক্তিগত ফোন নম্বর এন্ট্রি দিতে হবে। 

    5. Next ক্লিক করে পরের পেইজে সকল তথ্য ঠিক আছে কিনা যাচাই করে Next ক্লিক করে Payment Method পেইজে গিয়ে সোনালী ব্যংক / কার্ড / মোবাইল ব্যংকিং / একাউন্ট ট্রান্সফার এর যে অপশনটি প্রযোজ্য সেটি ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করা যাবে। 

অ্যাডমিশন  ফি প্রদান করার জন্য  Fee Payment পেইজে আইকনে ক্লিক করে  Admission Fee Collection পেইজে যেতে হবে। এরপর ৩ নং ধাপে বর্ণিত (a) - (e) পর্যন্ত অনুসরণ করে পেমেন্ট সম্পন্ন করতে হবে। 

 

সোনালী ই-সেবা অ্যাপের মাধ্যমে 

Sonali eSheba অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। অ্যাপে ঢুকে উপরে বর্ণিত 2-3(a)-(e) পর্যন্ত অনুসরণ করে ফি পেমেন্ট সম্পন্ন করতে হবে।  

 

Attachment file:

Picture