Go Back

Date : 28/12/2021

 শিক্ষাবর্ষে ডিগ্রী (পাস) কোর্সে ১ম মেধা তালিকা হতে নির্বাচিত শিক্ষার্থীদের ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তিঃ-

 শিক্ষাবর্ষে ডিগ্রী (পাস) কোর্সে ১ম মেধা তালিকা হতে নির্বাচিত শিক্ষার্থীদের ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তিঃ-

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে সুনামগঞ্জ সরকারি কলেজ এ ডিগ্রি (পাস) ১ম বর্ষের ভর্তির জন্য নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করতে হবে। 

ধাপ-০১। সোনালী সেবা এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তী ফিস জমাদানঃ 

বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ফি বাবদ = ৩৪৫৮/ (তিন হাজার চারশত আটান্ন টাকা)  ও মুসলিম শিক্ষার্থীদের মসজিদ নির্মাণ বাবদ ৫০/- টাকা অর্থ্যৎ মুসলিম শিক্ষার্থীরা ৩৫০৮/- টাকা এবং অমুসলিম শিক্ষার্থীদের উপাসনালয় নির্মাণের জন্য ৬০/- টাকা অর্থ্যৎ অমুসলিম শিক্ষার্থীরা ৩৫১৮/- টাকা প্রদান করবেন।

পদ্ধতিঃ 

সোনালী বিল পেমেন্ট সিস্টেম

  1. https://sbl.com.bd:7070/ লিঙ্ক এ ক্লিক করে সোনালী বিল পেমেন্ট সিস্টেম পেইজে যেতে হবে। 
  2. জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি জমা দেয়ার জন্য NU Admission Fees আইকনে ক্লিক করে Fee Payment পেইজে যেতে হবে। 
  3. অ্যাডমিশন  ফি প্রদান করার জন্য  Fee Payment পেইজে Admission Fee আইকনে ক্লিক করে  Admission Fee Collection পেইজে যেতে হবে। এরপর
    1. Degree(Pass) / Honours /  Masters যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করতে হবে। 
    2. এর পর কলেজ ড্রপডাউন থেকে Sunamgonj Govt. College সিলেক্ট করতে হবে। 
    3. এর পর জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ফরম এ প্রাপ্ত অ্যাডমিশন রোল নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। 
    4. এরপর ব্যক্তিগত ফোন নম্বর এন্ট্রি দিতে হবে। 
    5. Next ক্লিক করে পরের পেইজে সকল তথ্য ঠিক আছে কিনা যাচাই করে Next ক্লিক করে Payment Method পেইজে গিয়ে সোনালী ব্যংক / কার্ড / মোবাইল ব্যংকিং / একাউন্ট ট্রান্সফার এর যে অপশনটি প্রযোজ্য সেটি ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করা যাবে। 

সোনালী ই-সেবা অ্যাপের মাধ্যমে 

Sonali eSheba অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। অ্যাপে ঢুকে উপরে বর্ণিত 2-3(a)-(e) পর্যন্ত অনুসরণ করে ফি পেমেন্ট সম্পন্ন করতে হবে।  

ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সোনালী সেবার এসএমএস সংরক্ষণ করতে হবে।

ধাপ-০২। সুনামগঞ্জ সরকারি কলেজের ওয়েব সাইটে অনলাইন এ্যডমিশন ফরম পূরণঃ 

ক) https://sugc.edu.bd/admission লিঙ্ক এ ক্লিক করে সুনামগঞ্জ সরকারি কলেজের ওয়েব সাইটে অনলাইন এ্যডমিশন পেইজে প্রবেশ করে " ডিগ্রি (পাস) ২০২০-২০২১ ভর্তি " এর  নির্দেশনা অনুসরণ করে অনলাইন ভর্তি ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

অনলাইন ভর্তি ফরম পূরণের সময় পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবির সফট কপি সঙ্গে রাখতে হবে। ছবি অফিসিয়াল ফরম্যাট এর হতে হবে। সেলফি বা আনঅফিসিয়াল ছবি সাবমিট করলে কর্তৃপক্ষ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন। 

অনলাইন ভর্তির ফরম পূরণের তারিখ   ২৮/১২/২০২১ খ্রি. থেকে ০৩/০১/২০২২ পর্যন্ত

খ) ফাইনাল সবমিট করার পর একটি পিডিএফ ফাইল জেনারেট হবে। এটি আপনার ভর্তি ফর্ম। এটি সংরক্ষণ করতে হবে। ভর্তি ফর্ম, পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগে নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে। 

ডিগ্রি (পাস) পর্যায়ে পাঠ্য বিষয় সংক্রান্ত তথ্যঃ 

  1. বি এ (পাস) -
    1. আবশ্যিক ( ১। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ২। বাংলা জাতীয় ভাষা, ৩। ইংরেজি )
    2. নৈর্বাচনিক ( ০১। ইতিহাস, ০২। দর্শন, ০৩। রাষ্ট্রবিজ্ঞান/অর্থনীতি) 
  2. বি এস এস (পাস) 
    1.  আবশ্যিক ( ১। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ২। বাংলা জাতীয় ভাষা, ৩। ইংরেজি )
    2.  নৈর্বাচনিক ( ০১। অর্থনীতি, ০২। রাষ্ট্রবিজ্ঞান, ০৩। ইতিহাস/দর্শন) 
  3. বি বি এস 
    1. আবশ্যিক ( ১। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ২। বাংলা জাতীয় ভাষা, ৩। ইংরেজি )
    2.  নৈর্বাচনিক ( ০১। হিসাব, ০২। ব্যবস্থাপনা, ০৩। অর্থনীতি) 
  4. বি এস সি 
    1. আবশ্যিক ( ১। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ২। বাংলা জাতীয় ভাষা, ৩। ইংরেজি )
    2. নৈর্বাচনিক ( ০১। পদার্থ বিজ্ঞান, ০২। রসায়ন, ০৩। উদ্ভিদ বিজ্ঞান, ০৪। প্রাণি বিজ্ঞান, ০৩। গণিত) 

sugc.edu.bd হতে ভর্তী অ্যাপ্রুভাল মেসেজ পাওয়ার পর নিজের একাউন্টে লগইন করে এ্যডমিশন অপশনে অফিসিয়াল ছবি আপলোড ও বিষয় সিলেকশন সম্পন্ন করতে হবে।  

- কর্তৃপক্ষ

 

Attachment file: