Date : 22/09/2020
অনলাইন পরীক্ষায় ( একাদশ শ্রেণি বার্ষিক পরীক্ষা 2020) অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য জরুরী নির্দেশনা প্রসঙ্গে
জরুরী বিজ্ঞপ্তি
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাছে যে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিম্ন বর্ণিত কাজ থেকে বিরত থাকবেঃ
১। নিজের একাউন্ট এর পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবে না।
২। খুব কাছাকাছি একাধিক পরীক্ষার্থী অবস্থান করবে না। ( নেটওয়ার্ক সিগনাল ইন্টারফিয়ারেন্স তৈরী হয়ে রিলোডিং ইস্যু দেখা দিতে পারে।
৩। প্রতিটি চাংক / সেট উত্তর বাছাই শেষ হলে submit Answer ক্লিক করবে। কোনকারনেই রিলোড বা রিফ্রেশ দেবে না। রিফ্রেশ রিকোয়েস্ট সার্ভার আগের সেটের প্রশ্ন গুলির উত্তর (ব্ল্যংক ) দেয়া হয়েছে ধরে নিয়ে প্রসেস করবে সচেতনভাবে সেভাবেই প্রোগ্রাম লেখা হয়েছে।
৪। একজন পরীক্ষার্থী একাদিক ডিভাইস থেকে একই সঙ্গে একই একাউন্টে লগইন করবে না। এবং সর্বশেষ ডিভাইস ছাড়া অন্য ডিভাইসে রিলোড / রিফ্রেশ রিকোয়েস্ট করবে না। (এটি অনলাইন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রচেষ্টা হিসাবে ধরা হবে)। এধরনের কার্যক্রমে অংশ নেয়া পরীক্ষার্থীর ইউজার আইডি ডিএক্টিভ করে রাখা হবে।
৫। সাবমিটেড উত্তর সংখ্যা শিক্ষার্থীর একাউন্টে এক্সাম পেপারের উপরে সবুজ অক্ষরে প্রকাশিত থাকবে। তাই কোন শিক্ষকের ফোনে ফোন করে জানার চেষ্টা করার প্রয়োজন নেই।
** প্রত্যেক পরীক্ষার্থী তার একাউন্টের মাধ্যমে ঘটে যাওয়া এ্যক্টিভিটির জন্য দায়ী থাকবে।
আহ্বায়ক
একাদশ শ্রেণির বাষিক পরীক্ষা পরিচালনা কমিটি ২০২০
সুনামগঞ্জ সরকারি কলেজ।